বাজারে আসছে শাওমি’র নতুন স্মার্টফোন নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো


শাওমি এই মাসেই বাজারে আনছে নতুন স্মার্টফোন রেডমি নোট-৮ ও রেডমি নোট-৮ প্রো।

ফোনটিতে রয়েছে ১২ NM প্রসেসের।
এই ফোনটি গেমিংয়ের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই মাসের শেষের দিকে বাজারে ফোনগুলো আসবে বলে জানা গেছে।
মিডিয়া টেক জানিয়েছে, রেডমি নোট-৮ প্রো ফোনে থাকবে কোম্পানির Helio G90T চিপসেট। নতুন এই ১২ NM চিপসেটে ভালো গেমিংয়ের জন্য রয়েছে মিডিয়া টেকের হাইপার ইঞ্জিন গেম টেকনোলজি। সঙ্গে থাকছে অক্টাকোর Mal-G76 GPU।


মিডিয়া টেক হেলিও জি৯০টি চিপসেটে রয়েছে ARM Cortex-A76 আর Cortex-A55 প্রসেসর।
সর্বোচ্চ 2.05 GHz ক্লক স্পিডে এই প্রসেসর চলতে পারবে।
এই চিপসেটের সঙ্গেই থাকছে Mali-G76 3EEMC4 GPU. Helio G90T চিপসেট 90Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে আর ১০ জিবি র‌্যাম আর ৬৪ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করবে।
এ ছাড়া এই ফোনের ভেতরে থাকবে আগের থেকে বড় ব্যাটারি যা 4,000 mah যা দুইদিন পর্যন্ত ব্যাক আপ দিবে। ফোনটির পেছনে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

No comments

Powered by Blogger.