Xiaomi Redmi Note 6 Pro




Xiaomi Redmi Note 6 Pro



দারুন একটি স্মার্টফোন শাওমির চার ক্যামেরার  নোট-সিক্স প্রো। এটি এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এতে অন্যান্য মডেলের  ফিচারগুলো থেকে আরও উন্নত সংস্করণ ব্যবহার করা হয়েছে।
এতে রয়েছে আকর্ষনীয় ডিজাইন, ৬ দশমিক ২৬ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩৬ অক্টাকোর প্রসেসর। এর ব্যাটারি ক্ষমতা 4000mah যা দুইদিন পর্যন্ত ব্যাকআপ দেবে।
ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ২০+২ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাক ক্যামেরা হিসেবে রয়েছে ১২+৫ মেগাপিক্সেলের ক্যামেরা যা অল্প আলোতেও ভালো মানের ছবি তুলতে সক্ষম।
এর দুটি ভার্সনে পাওয়া যাবে। ৩গিগা র‍্যাম+৩২গিগা রম ভার্সনটি ১৭,৪৯৯ টাকায় পাওয়া যাবে এবং ৪ গিগা র‍্যাম+৬৪ গিগা রম ভার্সনটি ২০,৪৯৯ টাকায় পাওয়া যাবে।

স্মার্টফোনটির বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলোঃ
  • নেটওয়ার্ক ব্যবহার করা যাবে ২জি,৩জি,৪জি
  • ব্যাটারি  4000mah 
  • বডি পিছনের অংশ মেটাল, ফ্রেম প্লাস্টিক
  • ওজন ১৮২ গ্রাম
  • পিছনের ক্যামেরা  ডুয়াল ১২+৫ মেগাপিক্সেলের, সামনের ক্যামরা ডুয়াল ২০+২ মেগাপিক্সেলের
  • কালার পাওয়া যাবে কালো, নীল, গোলাপী, গোল্ডেন, লাল 
  • ডিসপ্লে সাইজ ৬.২৬ ইঞ্চি, ফুল এইচডি+১০৮০*২২৮০ পিক্সেল
  • মেমরি কার্ড ব্যবহার করা যাবে ১২৮ জিবি পর্যন্ত (সিম ২ স্লটে)
  • অপারেটিং সিস্টেম হিসেবে আছে Android Oreo v8.1
  • প্রসেসর হিসেবে আছে অক্টাকোর ১.৮ গিগাহার্জ
  • র‍্যাম পাওয়া যাবে ৩জিবি / ৪জিবি
  • রম পাওয়া যাবে  ৩২জিবি / ৬৪জিবি
  • ফোনটি প্রথম রিলিজ হয়েছে অক্টোবর ২০১৮ তে
  • সেন্সর হিসেবে আছে Fingerprint, Accelerometer, Gyro, Proximity, E-Compass, Light, Hall
  • সিম কার্ড ব্যবহার করতে হবে Hybrid Dual SIM (Nano-SIM, dual standby, 4G support in both slots)
  • ইউএসবি ভার্সন ২.০, OTG সাপোর্টেড
  • ভিডিও রেকর্ডিং করা যাবে ফুল এইচডি 1080p তে
  • ওয়াইফাই, ব্লটুথ এবং ইনফ্রারেড  সাপোর্টেড
  • এছাড়াও এতে রয়েছে GPS, A-GPS, MP3, MP4, FM Radio & Recording, Loudspeaker etc.






No comments

Powered by Blogger.